নিজস্ব প্রতিনিধি
জ্যেষ্ঠ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অভূতপূর্ব এক প্রতিবাদ জানান গুগলের কর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির অনেক কর্মী কাজ ছেড়ে নেমে এলেন রাজপথে। গত বৃহস্পতিবার (১ নভেম্বর) এ প্রতিবাদে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, চীন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের গুগলের কর্মীরা। কর্মক্ষেত্রে যৌন হয়রানির পাশাপাশি বৈষম্য, বর্ণবাদ এবং অনিয়ন্ত্রিত নির্বাহী ক্ষমতারও প্রতিবাদ জানান তাঁরা।
এই প্রতিবাদ ‘গুগল ওয়াকআউট’ নামে পরিচিতি পেয়েছে। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ‘হ্যাশট্যাগ গুগল ওয়াকআউট (#googlewalkout)’ দিয়ে বিপুল হারে পোস্ট করছেন ব্যবহারকারীরা।
ভারতে গুগলের ১৫০ কর্মী অফিস বর্জন করেছেন। সিঙ্গাপুর ও জাপানের টোকিওতে প্রতিষ্ঠানটির কার্যালয়েও একইভাবে প্রতিবাদ জানানো হয়েছে। লন্ডনে গুগলের কার্যালয় থেকে বেরিয়ে এসেছেন কিছু কর্মী। সুইজারল্যান্ডের জুরিখ কার্যালয় থেকে বেরিয়ে এসেছেন অনেক কর্মী। জার্মানির বার্লিনেও অফিস বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন কিছু কর্মী।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে কর্মীদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘কর্মীরা গঠনমূলক পরিকল্পনা সামনে এনেছেন। প্রতিষ্ঠান কর্মীদের কথা শুনছে, যাতে এসব পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়।’