বরিশাল প্রতিনিধি
শনিবার বরিশাল জেলায় আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার আহ্ববায়ক ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামরুল হাসান রাব্বির সঞ্চালনায় ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয় । র্যালী শেষে জেলা প্রেস ক্লাবে বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিক সমাবেশ ও সংবাদ সম্মেলন প্রধান অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন বিষয়ে তিনি বলেন,
নাগরিক অধিকারকে প্রাধান্য দিয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচনের দিন-তারিখ ঠিক করা দরকার । বিভিন্ন জায়গায় কাউন্সিলর, মেয়র ও চেয়ারম্যান না থাকার কারণে জনগণ তার নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়ভার নিতে হবে । কারণ আমলারা কখনোই প্রান্তিক সেবা দেয়নি ও দিবে না । এজন্য আমরা জাতীয় বা স্থানীয় যেকোন নির্বাচনের বিষয়ে জনগণকে প্রাধান্য দিচ্ছি । জনগণের সমস্যা সমাধানের জন্য সরকার সকলের পরামর্শ নিয়ে যেকোন যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে । এজন্য আমরা বলেছি স্বৈরাচারের আমলে যারা ভিন্ন পদ-প্রতীকে নির্বাচিত হওয়ার কারণে বা বিরোধী দলের জনপ্রতিনিধি হওয়ার জন্য নিগৃহীত হয়েছে তাদেরকে যাচাই- বাছাই করে পুনরায় কাউন্সিল ও মেয়র হিসেবে নিয়োগ দিতে পারে । ইতিমধ্যে আদালতের রায়ের মাধ্যমে মেয়রের চেয়ারে বসেছেন সেক্ষেত্রে রাষ্ট্রীয় সেবার প্রতিষ্ঠানে যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর, মেয়র পদে ফিরিয়ে আনতে পারে । এজন্য আমরা বারবার বলেছি নির্বাচন ইস্যুতে নাগরিকের ভোগান্তি লাঘবই আমাদের কাছে মূখ্য।
এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে তিনি বলেন, এবি পার্টির বয়স ৫ বছর হলেও কাজের বয়স খুব বেশি দিন নয় কারণ হিসেবে তিনি তুলে ধরেন কিভাবে স্বৈরাচার হাসিনা পুলিশ-গোয়েন্দা দিয়ে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকে বাধাগ্রস্ত করেছে। তাই এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বরিশালের নাগরিকদের জানাতে চাই, আমরা যে দায় ও দরদের রাজনীতির কথা বলছি সেখানে আমরা জনগণের ভোগান্তি কমাতে চাই, জনগণের সমস্যা সমাধানই আমাদের রাজনীতি । এজন্য আমরা বরিশাল অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য উপদেষ্টা ও সচিবদের কাছে পর্যটন ও মৎস্য শিল্পের উন্নয়ন, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা এবং অনাদায়ী কৃষি ঋণ মওকুফের প্রস্তাবও দিয়েছি যা দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে ।
এসময় বরিশাল বিভাগের বিষয়ে তিনি বলেন, এই বিভাগের সমস্যাগুলো আপনারা সাংবাদিক হিসেবে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে নতুন রাজনীতির বন্দোবস্তে আমরা কি করার চেষ্টা করছি। তারই আলোকে আমরা বরিশালের রাস্তা ছয়/আট লেনে করার জন্য ঢাকায় মানববন্ধন করেছি। ঢাকায় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি তুলে দিয়েছি যেন পদ্মা সেতুর পরবর্তী অংশে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেনের মহাসড়ক নির্মাণের বাতিলকৃত প্রকল্প আবার চালু করে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিশ্চিত করেন। এছাড়া মীরগঞ্জে আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ দ্রুত গ্রহণের প্রস্তাবও উপস্থাপন করেছি, যাতে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের সঙ্গে বরিশাল শহরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পাশাপাশি ফেরিঘাট ইজারা না দিয়ে পেশাদার ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে স্মারকলিপির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে সেতু নির্মাণের পর মীরগঞ্জের ফেরি সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে স্থানান্তর করার প্রস্তাব করেছি।
এসময় তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবা খাতের দূর্গতির সমাধান, রেড ক্রিসেন্ট সোসাইটিতে চলমান দূর্নীতির সিন্ডিকেট রোধে ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগমকে দেওয়া স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে বলেন, বিভাগের ছয়টি জেলার স্বাস্থ্য সেবাখাত একেবারে ভেঙে পড়েছে। জেলার সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান প্রশ্নোবোধক হয়ে দাড়িয়েছে। এর একটা বড় কারন হচ্ছে উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা প্রদান করতে না পারা। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং কমিউনিটি ক্লিনিকগুলো বেসরকারী হাসপাতাল সিন্ডিকেটের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। এসময় উদাহরন স্বরুপ বরিশাল জেলার বাবুগঞ্জ-মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স উদাহরণ সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, আমরা সমস্যাগুলো সমাধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং সেগুলো আদায়ের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করবো।
উক্ত নাগরিক সমাবেশ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসির, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরি, যুগ্ম আহ্বায়ক নৌ-প্রকৌশলী মো. সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক এস এস অনিক, সদস্যসচিব জিএম রাব্বি, ঢাকা মহানগর দক্ষিণের এবি যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মো: মেহেদী হাসান, যুগ্ম সসদস্য সচিব এ্যাড: মো: রাকিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো: রায়হান বরিশাল জেলার ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর, সহ জেলা ও মহানগর শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।