নিজস্ব প্রতিনিধি
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে মোটেই স্বাচ্ছন্দ্যে নেই বাংলাদেশ দল। ১০৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে মেহেদী হাসান মিরাজের দল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। সবশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুইবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন এই ব্যাটার।
তিনে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে আউট হয়েছে লিটন দাস। ১৯ বলে ৪ রান করে জেডেন সিলসের বল পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ রান করলেও এদিন ১ রানের বেশি আসেনি অধিনায়ক মিরাজের ব্যাটে।
সিনিয়র ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৪৬ রানেই সাঙ্গ হয় তার ইনিংস। ১১তম ওভারে জাস্টিন গ্রিভসকে টানা দুই চার হাঁকিয়ে পরের বলেই তিনি সহজ ক্যাচ দেন রস্টন চেজের হাতে।
এরপর ৪ রানের ব্যবধানে সাজঘরের পথে হেঁটেছেন আফিফ হোসেন (২৪) ও জাকের আলীও (৩)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১০৪।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।